Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ মে ২০২৩

বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন

 

17.০ পটভূমি:

            ১৯৭২ সালের ২৬ মার্চ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস (রাষ্ট্রীয়করণ) অর্ডার ২৭, ১৯৭২ এর মাধ্যমে বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন (বিটিএমসি) প্রতিষ্ঠিত হয়। ১৯৭২ সালের ১ জুলাই তারিখে ৭৪টি মিল নিয়ে বিটিএমসির যাত্রা শুরু হয়। পরবর্তীতে বিটিএমসি ও সরকারের উদ্যোগে ১৯৭৮ সাল থেকে ১৯৮৪ সালের মধ্যে আরও ১২টি মিল প্রতিষ্ঠা করা হয়। ফলে বিটিএমসির নিয়ন্ত্রণাধীন সর্বমোট মিলের সংখ্যা দাঁড়ায় ৮৬টি। সরকারের বিরাষ্ট্রীয়করণ শিল্পনীতির আওতায় ১৯৭৭ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত সর্বমোট ৬৫টি মিল হস্তান্তর, বিক্রি ও অবসায়ন করা হয়। পরবর্তীতে ২০১৮-১৯ সাল পর্যন্ত হস্তান্তরিত ও বিক্রিত ৭টি মিল সরকার কর্তৃক পুনঃগ্রহণ করে বিটিএমসি’র নিকট ন্যস্ত করা হয়। বিটিএমসির নিয়ন্ত্রণে বর্তমানে চালু ও বন্ধ মোট ২৫টি মিল রয়েছে। তন্মধ্যে ২টি মিল ভাড়া পদ্ধতিতে চালু আছে, ১টি মিল যথা-চিত্তরঞ্জন কটন মিলস্, নারায়ণগঞ্জ এ টেক্সটাইল পল্লী স্থাপনের কার্যক্রম বাস্তবায়নাধীন আছে। অপর ২টি মিল যথাক্রমে-আহমেদ বাওয়ানী টেক্সটাইল মিলস, ডেমরা, ঢাকা এবং কাদেরিয়া টেক্সটাইল মিলস, টঙ্গী, গাজীপুর পিপিপি’র আওতায় পরিচালনার নিমিত্তে প্রাইভেট পার্টনারদের সাথে চুক্তি স্বাক্ষর করা হয়েছে ও কাদেরিয়া টেক্সটাইল মিলটি প্রাইভেট পার্টনার ওরিয়ন কাদেরিয়া কে হস্তান্তর করা হয়েছে। অন্য ৪টি মিল পিপিপি’তে পরিচালনার নিমিত্তে টেন্ডার মূল্যায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে। টেক্সটাইল পল্লী স্থাপনের অনুমোদন পরিবর্তনপূর্বক ১টি মিল যথা:- খুলনা টেক্সটাইল মিলস্‌, খুলনা এ জমির অবস্থান অনুসারে পিপিপি’র আওতায় কার্যকরী কোন প্রকল্প বাস্তবায়নের জন্য পরিকল্পনাধীন রয়েছে। অবশিষ্ট ১৫টি মিলে উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। এছাড়াও জাতীয়করণকৃত বাস্তব সম্পদবিহীন নামমাত্র ৩টি মিল যথাক্রমে ১. পারুমা টেক্সটাইল মিলস লিঃ ২.এলাহী কটন মিলস লিঃ ৩. রুপালী কটন মিলস লিঃ বিটিএমসি’র তালিকায় আছে। টিআইডিসি নামক প্রশিক্ষণ ইনস্টিটিউট “নিটার” নামে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ) কর্তৃক ব্যবস্থাপনা চুক্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। 

 

১৭.০১ ভিশন ও মিশন:

ভিশন: বস্ত্রশিল্পের বিকাশে সহায়ক ভূমিকা পালন করা।

মিশন: বিটিএমসি’র মালিকানাধীন মিলসমূহ ও এর সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠান ও দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখা।

১৭.০২ বিটিএমসির প্রধান কার্যাবলি ও উদ্দেশ্যসমূহ:

বিটিএমসির প্রধান কার্যাবলি:

১. অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিইএ) কর্তৃক অনুমোদিত ১৬টি মিল সফলভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর আওতায় পরিচালনার নিমিত্তে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ এবং দেশী-বিদেশী উদ্যোক্তাদের জন্য বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টিতে সকল সহায়তা প্রদান করা;

 

২. বিটিএমসির নিয়ন্ত্রনাধীন ভাড়ায় পরিচালিত মিলসমূহ সুষ্ঠূভাবে পরিচালনা করা এবং বন্ধ মিলসমূহ পিপিপি, ভাড়া, লীজ অথবা অন্য কোন উপযুক্ত পদ্ধতিতে পরিচালনার জন্য উদ্যোগ গ্রহণ করা;

 

৩. বিটিএমসির প্রধান কার্যালয়সহ বিভিন্ন মিলের ভূমি ও স্থাপনার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতের মাধ্যমে সংস্থার সুষ্ঠু আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা।

 

কৌশলগত উদ্দেশ্যসমূহঃ

ক. দপ্তর/সংস্থা কর্মসম্পাদনের ক্ষেত্র:

  1. মানবসম্পদ উন্নয়ন;
  2. বস্ত্রখাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ;
  3. বিটিএমসি’র আয় বৃদ্ধিকরণ;
  4. বিটিএমসি নিয়ন্ত্রণাধীন মিলসমূহ পরিবীক্ষণ।

 

খ. সুশাসন ও সংস্কারমূলক কর্মসম্পাদনের ক্ষেত্র:

    ১. সুশাসন ও সংস্কারমূলক কার্যক্রমের বাস্তবায়ন জোরদারকরণ।

 

১৭.০৩ সাংগঠনিক কাঠামো:

বিটিএমসি প্রধান কার্যালয়ের সাংগঠনিক কাঠামো:

 

                                                            

 

 

 

 

 

 

 

পরিচালনা পর্ষদ:

      ১৯৭২ সালে ২৬শে মার্চ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল এন্টারপ্রাইজেস আদেশ নং-২৭(১৯৭২) এর ১১ ধারা মোতাবেক বিটিএমসির সার্বিক দায়িত্ব ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব/কর্তৃত্ব একজন চেয়ারম্যান ও পাঁচজন পরিচালক এর সমন্বয়ে গঠিত পরিচালক পর্ষদ এর ওপর ন্যস্ত করা হয়। সরকার কর্তৃক নিয়োজিত চেয়ারম্যান একজন অতিরিক্ত সচিব পদ মর্যাদার কর্মকর্তা এবং পরিচালকগণ যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা। বর্তমানে মিলের সংখ্যা হ্রাস পাওয়ায় ৩জন পরিচালক দ্বারা বিটিএমসির পরিচালক পর্ষদ পরিচালিত হচ্ছে। এছাড়া পরিচালনা পর্ষদের মুখ্য পরিচালন কর্মকর্তা হিসেবে সরকার কর্তৃক নিয়োজিত একজন যুগ্মসচিব পদমর্যাদার কর্মকর্তা নিয়োজিত আছেন।

১৭.০৪ পরিচালনা পর্ষদের দায়িত্ব বন্টন:

(১) চেয়ারম্যান:

 

কর্পোরেশনের প্রধান নির্বাহী হিসেবে সার্বিক দায়িত্ব ও সকল  প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা;

(২) পরিচালক (অর্থ ও নিরীক্ষা):

অর্থ, নিরীক্ষা ও হিসাব সম্পর্কিত কার্যাদি পরিচালনা করা;

(৩) পরিচালক (বাণিজ্য):

ক্রয় ও বিক্রয় সংক্রান্ত কার্যাদি পরিচালনা;

(৪) পরিচালক (পরিচালন):

উৎপাদন, রক্ষণাবেক্ষণ, মান নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যাবলি পরিচালনা;

(৫) মুখ্য পরিচালন কর্মকর্তা:

পরিচালনা পর্ষদের সাচিবিক দায়িত্ব পালন করা।

 

১৭.০৫ এন্টারপ্রাইজ বোর্ড:

মিলসমূহের কার্যক্রম সুষ্ঠুভাবে তদারকীর জন্য প্রতিটি মিলে একটি করে এন্টারপ্রাইজ বোর্ড আছে। প্রতিটি এন্টারপ্রাইজ বোর্ডে বিটিএমসির পরিচালকমন্ডলীর একজন পরিচালক চেয়ারম্যান/সভাপতি হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও উক্ত মিলের প্রধান নির্বাহী, বিটিএমসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, পার্শ্ববর্তী বিটিএমসির মিলের প্রধান নির্বাহী, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, স্থানীয় জেলা প্রশাসক উক্ত এন্টারপ্রাইজ বোর্ডের সদস্য।

১৭.০৬ কোম্পানি বোর্ড:

বিটিএমসি নিয়ন্ত্রণাধীন ৫টি মিল যথা: (১) সুন্দরবন টেক্সটাইল মিলস্ লিঃ (২) দারোয়ানী টেক্সটাইল মিলস্ লিঃ (৩) দিনাজপুর টেক্সটাইল মিলস্ লিঃ (৪) মাগুরা টেক্সটাইল মিলস্ লিঃ (৫) রাঙ্গামাটি টেক্সটাইল মিলস্ লিঃ ১৯৯৩ সালের কোম্পানী আইন অনুযায়ী ১৯৯৪ সালে পাবলিক লিমিটেড কোম্পানী (লিমিটেড বাই শেয়ার) হিসেবে নিবন্ধিত। উক্ত কোম্পানী বোর্ডে বিটিএমসির পরিচালক পর্ষদের একজন সদস্য চেয়ারম্যান/সভাপতি হিসেবে নিযুক্ত আছেন। এছাড়াও বিটিএমসি, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় জেলা প্রশাসক, অর্থ লগ্নীকারী ব্যাংকের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট মিলের প্রধান নির্বাহী উক্ত কোম্পানী বোর্ডের সদস্য নিযুক্ত হয়ে থাকেন । কোম্পানী আইনের বিধানানুযায়ী কোম্পানীর বোর্ড সভা এবং বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয় এবং নিয়মিত বার্ষিক প্রতিবেদন যৌথমূলধন কোম্পানী ও ফার্মসমূহের পরিদপ্তরে জমা দেয়া হয়।

­১৭.০৭  বিটিএমসির ১৯৭২ সাল থেকে হালনাগাদ সার্বিক মিলের সংখ্যা:

  ক্রম

বিবরণ

মিল সংখ্যা

১.

১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশবলে জাতীয়করণকৃত ;

৭৪

২.

১৯৭৮-৮৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় বিটিএমসি কর্তৃক স্থাপিত ;

১২

৩.

মোট (১+২)

৮৬

৪.

১৯৭৭-৮৭ সাল পর্যন্ত সময়ে সাবেক বাংলাদেশী মালিকদের নিকট হস্তান্তরিত (হস্তান্তরিত ৩৪টি, পরবর্তীতে পুন:গ্রহণকৃত ৪টি মিল);

৩০

৫.

১৯৮২-৮৩ সালে অবসায়নের মাধ্যমে লিকুইডেশন সেল কর্তৃক বিক্রিত;

০৩

৬.

১৯৭৭-২০১০ সালে দরপত্রের মাধ্যমে প্রাইভেটাইজেশন কমিশন ও শিল্প মন্ত্রণালয় কর্তৃক বিক্রিত; (পরবর্তীতে পুন:গ্রহণকৃত ৩টি)

১২

৭.

২০০০-২০১১ সালে শ্রমিক-কর্মচারীদের নিকট হস্তান্তরিত;

০৯

৮.

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর লিকুইডেশন সেলে ন্যস্ত ;

০৪

৯.

উপমোট ( থেকে ):

৫৮

১০.

বিটিএমসির বর্তমান মিলঃ

 

(ক)

 

(খ)

(গ)

(ঘ)

(ঙ)

(চ)

 

(ছ)

ভাড়া পদ্ধতিতে চালু

(বেঙ্গল টেক্সটাইল মিল, যশোর এবং দারোয়ানী টেক্সটাইল মিল, নীলফামারী);

১ম পর্যায়ে পিপিপি’তে হস্তান্তরিত/হস্তান্তরের প্রক্রিয়াধীন

২য় পর্যায়ে পিপিপি’তে হস্তান্তরের লক্ষ্যে টেন্ডার মূল্যায়ন সম্পন্ন

পুন:টেন্ডার আহবানকৃত

টেক্সটাইল পল্লী স্থাপনের কার্যক্রম বাস্তবায়নাধীন

টেক্সটাইল পল্লী স্থাপনের অনুমোদন পরিবর্তনপূর্বক পিপিপি’র আওতায় অন্য কোন প্রকল্প বাস্তবায়নের জন্য পরিকল্পনাধীন

উৎপাদন বন্ধ অবস্থায় (পুনঃগ্রহণকৃত ৭টি মিলসহ)

০২

 

০২

০২

০২

০১

 

০১

১৫

১১

উপমোট (১০):

        ২৫

১২

১৯৭১-৭২ সালে জাতীয়করণের তালিকায় নামমাত্র মিল (বাস্তব সম্পদবিহীন)

০৩

 

মোট (৯+১১+ ১২):

৮৬